সিএমপি ও কমিউনিটি পুলিশিং মহানগরের ইফতার সামগ্রী বিতরণ

| বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

সিএমপি ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে প্রতি বছর ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে চিটাগাং চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের আর্থিক সহায়তায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। গত ২৭ মার্চ নগরীর জিইসি কনভেনশন হলে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এতে প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।

কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগর সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপপুলিশ কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) জয়নাল আবেদীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাফর ইকবাল, আনজুমান আরা বেগম, আবিদা আজাদ, সাইফুল ইসলাম ভূঁইয়া রাসেল, আবছার উদ্দিন অলি প্রমুখ। মাহে রমাজান উপলক্ষে চলমান কর্মসূচির অংশ হিসেবে প্রথম পর্যায়ে ৫০০ পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় শতবর্ষী ইছামতি মেলা
পরবর্তী নিবন্ধমুখ খুললেন প্রিয়াঙ্কা