সিএমপি আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

| বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৭:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আন্তঃবিভাগ টি১০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল বিকেলে পুলিশ লাইনের এসএএফ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, উপপুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, (অতিরিক্ত ডিআইজি)-সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সিএমপি আন্তঃবিভাগ টি১০ ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করছে। গ্রুপ১ এ সদর বিভাগ, এসএএফ, উত্তর বিভাগ ও ট্রাফিক (দক্ষিণ) বিভাগ। গ্রুপ২ এ এসএএফ, এসএএফ, দক্ষিণ বিভাগ ও ট্রাফিক (পশ্চিম) বিভাগ, গ্রুপ৩ এ পিওএম, পশ্চিম বিভাগ, ডিবিসিটিএসবি (যৌথ) ও ট্রাফিক (উত্তর) বিভাগ। গ্রুপ৪ এ পিওএম, সরবরাহপরিবহন (যৌথ), বন্দর বিভাগ ও ট্রাফিক (বন্দর) বিভাগ। গ্রুপ পর্বে প্রতি দলের তিনটি করে ম্যাচ থাকবে। গ্রুপ পর্বের প্রতি গ্রুপ থেকে দুটি করে দল নকআউট পর্ব অর্থাৎ কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। গ্রুপ পর্বে ২৪টি ম্যাচ, কোয়ার্টার ফাইনালে ৪টি, সেমিফাইনালে ২টি ও ফাইনালসহ মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে বিকাল ৩:৩০ টায়। উদ্বোধনী ম্যাচে উত্তর বিভাগ ও সদর বিভাগ মুখোমুখী হয়। সদর বিভাগের অধিনায়ক ছিলেন উপপুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম) মোহাম্মদ লিয়াকত আলী খান এবং উত্তর বিভাগের অধিনায়ক ছিলেন সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ) মো. আরিফ হোসেন। উদ্বোধনী ম্যাচে সদর বিভাগ ৫২ রানে উত্তর বিভাগকে পরাজিত করে। টসে জয়ী হয়ে ব্যাটিং করে সদর বিভাগ ৫ উইকেটে ১২৬ রান করে। জবাবে উত্তর বিভাগকে ৭ উইকেট হারিয়ে ৭৪ রান করতে সমর্থ হয়।

পূর্ববর্তী নিবন্ধকান উৎসবে নজরকাড়া ভাবনা
পরবর্তী নিবন্ধটি-২০ ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের শিরোপা