সিএমপির ৩১তম কমিশনার হিসেবে যোগদান করলেন কৃষ্ণ পদ রায়

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ২:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩১তম কমিশনার হিসেবে যোগদান করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক কৃষ্ণ পদ রায়।

সোমবার (১৮ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক কৃষ্ণ পদ রায়।

এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত সিএমপি কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরবর্তীতে সিএমপি সদর দপ্তরে পুলিশের একটি চৌকশ দল সশস্ত্র সালাম প্রদান করেন।

পরবর্তীতে নবনিযুক্ত সিএমপি কমিশনার দামপাড়াস্থ পুলিশ লাইন্সের জনক চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ৩০জুন রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিএমপির কমিশনার হিসেবে তাকে পদায়নের আদেশ জারি করা হয়।

এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপরাধ) হিসেবে কর্মরত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনতুন ভবনে পূবালী ব্যাংক চাকতাই শাখা
পরবর্তী নিবন্ধকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং, পেট্রোল পাম্প বন্ধ সপ্তাহে একদিন