চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে গত শনিবার যোগব্যায়াম ও মেডিটেশন শীর্ষক স্ট্রেস ম্যানেজমেন্ট সেমিনারের আয়োজন করেছে দামপাড়া মাল্টিপারপাস শেডে। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের যোগ ব্যায়ামের প্রশিক্ষণ প্রদান করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের চিফ ইয়োগা ইন্সট্রাক্টর আহমেদ শরীফ। এতে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক (দক্ষিণ)এস এম নাসিরু দ্দিন,ডিসি(ট্রাফিক)বন্দর মো. মোস্তাফিজুর রহমান,ডিসি ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স মো. মাহবুব আলম খান, ডিসি প্রসিকিউশন এ এ এম হুমায়ুন কবীর,এডিসি ট্রাফিক(উত্তর) মোহাম্মদ কাজী হুমায়ূন রশিদ,এডিসি বন্দর বিভাগ শরিফুজ্জামান,এসি চকবাজার জোন মো. শহিদুল ইসলাম,এসি কর্ণফুলী জোন মোহাম্মদ আরিফ হোসেন,এসি ফোর্স মো. জাহাঙ্গীরসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। যোগব্যায়াম ও মেডিটেশনের ট্রেনিং শেষে সমাপনী বক্তব্য রাখেন ডিসি ট্রাফিক দক্ষিণ এস এম নাসির উদ্দিন,চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার কো–অর্ডিনেশন এস এম সাজ্জাদ হোসেন।বক্তারা বলেন, শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম এবং ধ্যানের কোন বিকল্প নেই। কোয়ান্টাম ফাউন্ডেশন দীর্ঘ ৩০ বছর মানুষকে সুস্থ রাখার জন্য নিরবে কাজ করে যাচ্ছে।আর টোটাল ফিটনেসের জন্য যোগ ব্যায়াম অপরিহার্য।অপর দিকে পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। দিনরাত তারা জনগণের সেবায় নিয়োজিত। তাদের শারীরিক সুস্থতা ও মানসিক চাপমুক্ত থাকার জন্য যোগ ব্যায়াম হতে পারে অন্যতম হাতিয়ার। এতে প্রায় ৩ শতাধিক পুলিশ কর্মকর্তা কর্মচারী যোগব্যায়াম ও মেডিটেশনের প্রশিক্ষণ নেন।প্রশিক্ষণে সহযোগিতা করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের ৯ জন প্রশিক্ষক। প্রেস বিজ্ঞপ্তি।