বাংলাদেশ পুলিশের ঢাকা হেডকোয়ার্টার্স অ্যাডিশনাল আইজি (প্রশাসন) কামরুল আহসানের চট্টগ্রামে আগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা গত মঙ্গলবার (১৩ জুন) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের সভাপতিত্বে নগরীর দামপাড়া পুলিশ লাইনস মাল্টিপারপাস ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা হেডকোয়ার্টার্স অ্যাডিশনাল আইজি (প্রশাসন) কামরুল আহসান। তিনি বলেন, চট্টগ্রামকে ঘিরে তাঁর অনেক স্মৃতি বিজড়িত ঘটনা রয়েছে। এক পুলিশ কাজ বা দক্ষতা অর্জন করতে চট্টগ্রামকে বেছে নেওয়া হতো। আর এখন চট্টগ্রামে অপরাধ কমে গেছে। যা বাংলাদেশ পুলিশ ও চট্টগ্রামবাসীর অর্জন। চট্টগ্রাম নগরে ও জেলায় আগের মতো অপরাধ সংঘটিত হয় না এখন।
এছাড়াও উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৬ আসনের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী ও চট্টগ্রাম–১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ।
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সিডিএ চেয়ারম্যান আলহাজ্ব এম জহিরুল আলম দোভাষ, পিএইচপি চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজানুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরিন আখতার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ–সভাপতি চৌধুরী ফরিদ, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, উপ–পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ প্রমুখ।












