সিএমপির লুট হওয়া আরো তিনটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ আগস্ট, ২০২৪ at ৬:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া আরো ৩টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব৭। এসব অস্ত্র ও গুলি পুলিশকে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ১৩ আগস্ট চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ২৭৫ রাউন্ড গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে সিএমপি উপপুলিশ কমিশনার হেডকোয়ার্টারের নিকট হস্তান্তর করা হয়।

র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফুলউলআলম জানান, চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ এবং সরঞ্জাম উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে সচেতন নাগরিকদের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়।

তিনি জানান, ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত একটি ৭.৬২ মিমি চায়না রাইফেল, দুটি শটগান ও বিভিন্ন ধরনের ২২ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সিএমপি ডিসি হেডকোয়ার্টারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি বদি নগরীতে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসিএমপির ২২০টি অস্ত্রের হদিস নেই