সিএমপির মাসিক কল্যাণ সভা

| সোমবার , ১৪ নভেম্বর, ২০২২ at ৮:০৫ পূর্বাহ্ণ

সিএমপির মাসিক কল্যাণ সভা সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সিএমপি কমিশনার সকল পুলিশ সদস্যদের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে নিষ্ঠা ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন। তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে নগরকে আরো অধিক নিরাপদ করার প্রত্যয় নিয়ে কাজ করার উপর গুরুতারোপ করেন। এসময় তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষনিক সমাধানের নির্দেশনা প্রদান করেন। সভায় দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী পুলিশ সদস্যকে বিদায়ী শুভেচ্ছা জানান তিনি। এছাড়াও সভায় সিএমপি কল্যাণ তহবিল হতে আর্থিক সাহায্য প্রাপ্তির আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবাধিকার কমিশন বিভাগীয় কমিটি সাধারণ সভা
পরবর্তী নিবন্ধএখন আর কোন শিক্ষার্থীকে মাঝপথে ঝরে পড়তে হয় না