চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার ও কমিউনিটি পুলিশিং নগর কমিটির প্রধান উপদেষ্টা সালেহ মোহাম্মদ তানভীরকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে কমিউনিটি পুলিশিং নগর কমিটি। মঙ্গলবার (১২ জুলাই) সকালে দামপাড়াস্থ চট্টগ্রাম নগর পুলিশ লাইন্সের কনফারেন্স হলে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
কমিউনিটি পুলিশিং কমিটি চট্টগ্রাম মহানগরের আহবায়ক ও একুশে পদক প্রাপ্ত সাংবাদিক দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বিদায়ী সিএমপি কমিশনারের হাতে কমিউনিটি পুলিশিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ সময় সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলমসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাসসের চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সরওয়ার, প্রেস ক্লাব সেক্রেটারি চৌধুরী ফরিদ, চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনসহ অন্যান্য কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।