সিএমপির নতুন কমিশনার ডিআইজি সাইফুল ইসলাম

আজাদী অনলাইন | রবিবার , ২৩ জুন, ২০২৪ at ২:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. সাইফুল ইসলাম। 

আজ রবিবার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একই আদেশে বর্তমান পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়কে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (সুপার নিউ মারারি) হিসেবে বদলি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাশির সিরাপের সাথে নেশাদ্রব্য মিশিয়ে সেবন, হাটহাজারীতে দু’জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ইট দিয়ে বৃদ্ধ পিতার মাথা ফাটাল নেশাগ্রস্ত পুত্র