চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। রোববার (২৫ মে) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আরিফুর রহমানকে আকবর শাহ থানায় এবং আকবর শাহ থানার ওসি মো. কামরুজ্জামানকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে।
বদলির আদেশে আরও উল্লেখ করা হয়, “চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নিন্মবর্ণিত পুলিশ পরিদর্শকদের জনস্বার্থে তার নামের পাশে বর্ণিত স্থানে বদলি/পদায়ন করা হলো। আদেশটি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে এবং তা অবিলম্বে বাস্তবায়নযোগ্য।