চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৬ উপ–কমিশনারকে (ডিসি) বদলি করা হয়েছে। এদিকে, সম পদমর্যাদার দুজন কর্মকর্তাকে পুলিশের ভিন্ন ইউনিট থেকে সিএমপিতে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ–১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনটি সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম নগর পুলিশের উপ–কমিশনার (সরবরাহ) মোহাম্মদ তারেক আহম্মেদকে সিলেট মেট্রোপলিটন পুলিশে, বিশেষ শাখার উপ–কমিশনার মো. মোখলেছুর রহমানকে পুলিশ সুপার হিসেবে ট্যুরিস্ট পুলিশে, ট্রাফিক উত্তর বিভাগের উপ–কমিশনার জয়নুল আবেদিনকে অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার হিসেবে, দক্ষিণ বিভাগের উপ–কমিশনার শাকিলা সোলতানাকে পুলিশ সুপার হিসেবে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়।
এছাড়া গোয়েন্দা বিভাগের (উত্তর) উপ–কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার হিসেবে এবং প্রসিকিউশন শাখার উপ কমিশনার এ.এ.এম হুমায়ুন কবীরকে অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে ঠাকুরগাঁও ইন সার্ভিস ট্রেনিং কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. আমিরুল ইসলামকে নগর পুলিশের উপ কমিশনার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মো. আলমগীর হোসেনকে চট্টগ্রাম নগর পুলিশের উপ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।