সিএমপির চার থানার ওসি পদে রদবদল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চার থানার ওসি পদে রদবদল করা হয়েছে। থানাগুলো হলো কর্ণফুলী, ইপিজেড, পাহাড়তলী ও বায়েজিদ বোস্তামী। গতকাল বুধবার সিএমপি কমিশনার হাসিব আজিজ এই বদলির আদেশে স্বাক্ষর করেন।

সিএমপি সূত্রে জানা গেছে, কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। তার পরিবর্তে মোহাম্মদ জাহেদুল ইসলামকে কর্ণফুলী থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বায়েজিদ থানার ওসি কামরুজ্জামানকে ইপিজেড থানায়, ইপিজেড থানার ওসি জমির হোসেন জিয়াকে পাহাড়তলী থানায় এবং পাহাড়তলী থানার ওসি জসিম উদ্দিনকে বায়েজিদ থানায় বদলি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, নিরপেক্ষ ভূমিকা চেয়েছে
পরবর্তী নিবন্ধবাই ওয়ান, গেট ওয়ান…