সিএমপির এক এডিসি ও তিন এসিকে কক্সবাজার এপিবিএনে বদলি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৫:২৬ পূর্বাহ্ণ

সিএমপির এক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও তিন সহকারী কমিশনারকে (এসি) পুলিশ সদর দপ্তর কক্সবাজার এপিবিএনে বদলি করেছে। গতকাল মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ এ আদেশ দিয়েছেন এবং তাদের আজ ১৪ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, সিএমপির ট্রাফিক বন্দর জোনের এডিসি আশিকুর রহমানকে কক্সবাজার ১৬ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। যদিও কয়েকদিন আগেই তাকে সিএমপির উত্তর জোনের এডিসি পদ থেকে ট্রাফিক বন্দর জোনে বদলি করা হয়েছিল। এছাড়া সিএমপির নগর বিশেষ শাখার এসি মো. মোশাররফ হোসেন ও সিএমপির ট্রেনিং সেন্টারের এসি এটিএম তফাজ্জল হোসেনকে কক্সবাজার ১৬ এপিবিএনের সহকারী পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। এছাড়া ট্রাফিক বন্দর জোনের এসি পিযূষ চন্দ্র দাসকে কক্সবাজার ১৪ এপিবিএনে সহকারি পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘নৌকার মাঝি’ হতে চান ১২ হেভিওয়েট প্রার্থী
পরবর্তী নিবন্ধসড়কে ফের ব্যাটারি রিকশা