সিএমপিতে যোগদানের পূর্বে ডোপ টেস্ট বাধ্যতামূলক

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ ডিসেম্বর, ২০২০ at ৫:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) যোগদানের পূর্বে ডোপ টেস্ট দেওয়া বাধ্যতামূলক করেছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। মাদকাসক্ত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে পুলিশে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে কিছুদিন ধরে। সারা দেশের মতো চট্টগ্রাম নগর পুলিশও এ বিষয়টি নিয়ে কাজ করছে।
এ প্রসঙ্গে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, পুলিশের মাদকাসক্ত সদস্যদের চিহ্নিত করতে নিয়মিত ডোপ টেস্ট করা হচ্ছে। ইতোমধ্যে ডোপ টেস্টে পজিটিভ সাত পুলিশ সদস্যকে বরখাস্তের পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এছাড়া অন্য ইউনিট থেকে নতুন কোনও সদস্য সিএমপিতে যোগ দিতে হলে তাকে অবশ্যই ডোপ টেস্টের মুখোমুখি হতে হবে। সিএমপি সূত্রে জানা গেছে, গত চার মাস ধরে সিএমপিতে ডোপ টেস্টের প্রক্রিয়া চলছে। যাচাই-বাছাই করে সম্ভাব্য সন্দেহভাজন একটি তালিকা তৈরি করা হয়েছে। মাদক সেবন করে সন্দেহে গত চার মাসে কনস্টেবল থেকে এসআই পদমর্যাদার প্রায় ৫০ জনের মতো পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে কনস্টেবল থেকে এএসআই পদমর্যাদার সাতজন পুলিশ সদস্যের নমুনার ফলাফল পজিটিভ আসে।

পূর্ববর্তী নিবন্ধঘেরাও দিয়ে চলছে পাহাড় কাটা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত ১৪৭