করোনায় সম্মুখযোদ্ধা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্যদের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও কেএন৯৫ মাস্ক দিয়েছে এলবিয়ন গ্রুপ। গতকাল বুধবার বিকালে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের কাছে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক। এই সময় এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে এক হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার ও পাঁচশ পিস কেএন৯৫ মাস্ক বুঝিয়ে দেওয়া হয়। এ বিষয়ে রাইসুল উদ্দিন সৈকত জানান, পুলিশ বিপদের প্রথম সাড়া দানকারী। তাদের পাশে থাকতে পারা আনন্দের। করোনার মত মহামারীতে পুলিশ তাদের অবস্থান গণমানুষের হৃদয়ে করে নিয়েছে। সিএমপির এই পথচলায় সব সময় পাশে থাকবো। প্রেস বিজ্ঞপ্তি।