কোভিড-১৯ চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, টেকনিশিয়ানসহ আক্রান্ত রোগীদের পরিবহনের সুবিধার্থে বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন। গতকাল মঙ্গলবার বিকালে সিএমপি কমিশনারের কার্যালয়ে কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের কাছে সাংসদের পক্ষে অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন চেম্বার পরিচালক ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অ্যাম্বুলেন্স হস্তান্তরের সময় সিএমপি কমিশনার সাংসদ এম এ লতিফের এই সময়োপযোগী ও মহতী উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাংসদের এই উদ্যোগ স্বাস্থ্য সেবাকে আরো গতিশীল করবে। এটা সকলের কাছে দৃষ্টান্ত স্থাপন করবে। প্রেস বিজ্ঞপ্তি।