চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) ৩৯ গবেষককে গবেষণা অনুদান দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত এক অনুষ্ঠানে সিএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ গবেষকদের হাতে অনুদানের চেক তুলে দেন।
২০২৪–২০২৫ অর্থ বছরে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বরাদ্দ থেকে ৫৫ লাখ ৭৫ হাজার টাকা অনুদান হিসেবে দেওয়া হচ্ছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৮ জন চিকিৎসক শিক্ষক ও একজন নার্সিং কলেজের শিক্ষকের মাঝে প্রথম কিস্তির চেক বিতরণ করা হল বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। খবর বিডিনিউজের।
উপাচার্য ওমর ফারুক ইউসুফ অনুষ্ঠানে বলেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান আরো উন্নত করতে সকল চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। গবেষণার মান বিশ্বমানের করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল প্রকার সুযোগ–সুবিধা প্রদান করা হবে।
অন্যদের মধ্যে অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন ডা. মেহেরুন্নিসা খানম, সিএমইউর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. হাসিনা নাসরীন, কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা এবং সহকারী রেজিস্ট্রার ও সদস্য সচিব ডা. মাহিদ বিন আমীন অনুষ্ঠানে বক্তব্য দেন।