সিএফটি কমপ্লায়েন্স এন্ড রিস্ক বেসড সুপারভিশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বিএসইসি ও সিএসইর উদ্যোগ

| সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৮:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) উদ্যোগে গতকাল সিএসইর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে “এএমএল/সিএফটি কমপ্লায়েন্স এন্ড রিস্ক বেসড সুপারভিশন” বিষয়ক একদিন ব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

সিএসইর প্রশিক্ষণ কর্মশালায় এক্সচেঞ্জের সংশ্লিষ্ট সকল স্টক ব্রোকার ও স্টক ডিলারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসইসির কমিশনার মোঃ সাইফুদ্দিন, সিএফএ ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএসইসির এক্সিকিউটিভ ডিরেক্টর (ইডি), মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ নুরুজ্জামান, মোঃ আশরাফুল হাসান এবং সিএসইর ম্যানেজিং ডাইরেক্টর এম সাইফুর রহমান মজুমদার, চীফ রেগুলেটরী অফিসার (সিআরও) মোহাম্মদ মেহেদী হাসান। এছাড়াও সিএসইর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরাও উপস্থিত ছিলেন। সূচনা বক্তব্যে সিএসইর চীফ রেগুলেটরী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, অপ্রদর্শিত আয়কে লুকানোর যে প্রচেষ্টা তাকে মানি লন্ডারিং বলা হয়। এর শুরুটা ছিল এমন যে, একজন ব্যক্তি তার অবৈধ টাকাকে বৈধ করার জন্য নতুন একটি কোম্পানি গঠন করেন এবং বৈধ করেন অনেকটা কালো কাপড়কে ধুয়ে সাদা করার মত এবং সেটার লক্ষ্য ছিল অল্প প্রফিটকে বদলে বেশী প্রফিট করার পদ্ধতি। এই কনসেপ্ট থেকে আজকের মানি লন্ডারিং শব্দটির প্রচলন। ব্যাংকের লেনদেনের সাথে এএমটি সরাসরি যুক্ত এবং পুঁজিবাজারের সাথে সম্পর্কও বেশ গুরুত্বপূর্ণ। তবে আমাদের সামগ্রিক অর্থনীতির জন্য এএমটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ। আমাদের পুঁজিবাজারে এখন অনেক প্রডাক্ট নিয়ে কাজ করার সুযোগ রয়েছে বিশেষ করে সিএসইর তত্ত্বাবধানে কমোডিটি মার্কেট নিয়ে কাজ চলছে, এই প্রশিক্ষনের বিষয়বস্তু সামনের দিনগুলোতে আমাদের কাজের সুযোগের ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিন রাষ্ট্রদূতের সঙ্গে আইআইইউসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধসিইউ এলামনাই ফেডারেশন অব ইউএসএর কমিটি গঠন