নগরীর সিএন্ডবি মোড়ে চট্টগ্রাম–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুচ সালামের অফিসের সামনে একটি সিএনজি টেক্সিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। গতকাল শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে পাশের মৌলভী পুকুর পাড় এলাকার আয়শা মঞ্জু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটার খবরও পাওয়া গেছে।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির আজাদীকে বলেন, আমরা পৃথক দুটো ঘটনার বিষয়েই খতিয়ে দেখছি। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।