সিএন্ডবি মোড়ে সিএনজি টেক্সিতে আগুন

মৌলভী পুকুর পাড় এলাকায় ককটেল বিস্ফোরণ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ৫:০৩ পূর্বাহ্ণ

নগরীর সিএন্ডবি মোড়ে চট্টগ্রাম৮ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুচ সালামের অফিসের সামনে একটি সিএনজি টেক্সিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। গতকাল শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে পাশের মৌলভী পুকুর পাড় এলাকার আয়শা মঞ্জু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটার খবরও পাওয়া গেছে।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির আজাদীকে বলেন, আমরা পৃথক দুটো ঘটনার বিষয়েই খতিয়ে দেখছি। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনগরে ১০৫টি মোটরসাইকেল জব্দ
পরবর্তী নিবন্ধবহিরাগতদের নিয়ে শঙ্কার কথা জানালেন সাইফুদ্দিন মাইজভান্ডারী