নগরীর নাসিরাবাদ সরকারি সিএন্ডবি কলোনী থেকে অবৈধভাবে বসবাসরত ২০ বসতিকে উচ্ছেদ করা হয়েছে। এ সময় বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। গতকাল রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন। কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ এতে নেতৃত্ব দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আবাসন অধিদপ্তরের উপপরিচালক শহীদুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী অভিজিৎ চৌধুরী, জহির রায়হান ও আইন-শৃঙ্খলা বাহনীর সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজাদীকে বলেন, ২ নং গেটের নাছিরাবাদ সিএনবি সরকারি কলোনী থেকে ২০ অবৈধ পরিবারের বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গা উদ্ধারে এ ধরনের অভিযান চলমান থাকবে।