সিএন্ডএফ এজেন্ট সম্মিলিত ঐক্যজোট পরিষদের সভা

| বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ১১:২৪ পূর্বাহ্ণ

চিটাগাং কাস্টমস সিএন্ডএফ এজেন্টদের সম্মান, স্বার্থ ও ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য সমমনা কল্যাণ পরিষদ ও সম্মিলিত ঐক্যজোটের পাশে থাকার জন্য সিএন্ডএফ মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। গত রোববার আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত শুভানুধ্যায়ী সমাবেশে চিটাগাং কাস্টমস সিএন্ডএফ এজেন্টসদের প্রতি এ আহ্বান জানানো হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান পরিষদ নির্বাচনী ইশতেহারে যে অঙ্গীকার করেছে তা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। নির্বাচনের প্রথম এজিএমে সংঘবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অগঠনতান্ত্রিকভাবে এজেন্ডা পাশ করেছে। এছাড়াও কাস্টমস হাউসের ল্যাবরেটরির হয়রানি, ভ্যাট রিটার্ন দাখিল থেকে সদস্যদের মুক্তি দিতে পারেনি। তাই এ ব্যর্থ পরিষদকে বর্জন করে সাধারণ সদস্যদের কল্যাণে সম্মিলিত ঐক্যজোটের নেতৃত্বে একতাবদ্ধ হয়ে সিএন্ডএফদের অধিকার আদায়ে সোচ্চার হতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত ঐক্যজোটের আহ্বায়ক মোহাম্মদ সাইফুদ্দিন, সদস্য সচিব খন্দকার লতিফুর রহমান আজিম, প্রধান উপদেষ্টা মো. সায়েদুজ্জামান খান, যুগ্ম আহ্বায়ক আফসার মিয়া, শওকত আকবর, কাস্টমস বন্দরের সদস্য সচিব এনামুল করিম বাচ্চু, উপদেষ্টা আবু সালেহ, নুর মোহাম্মদ, নওশাদ মাহমুদ রানা, এটিএম তারেক, মোহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংকের ডিজিএমকে শো-কজ
পরবর্তী নিবন্ধফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা