চট্টগ্রাম বঞ্চিত ব্যবসায়ী ফোরামের আহবায়ক ও বন্দর ইউজার এস এম সাইফুল আলম বলেছেন, বন্দর নগরী চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। ব্যবসা বাণিজ্যের মূল প্রাণ কেন্দ্র এই চট্টগ্রাম। বিগত ১৭ বছর ধরে চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জিম্মি করে রাখা হয়েছিল। সাধারণ ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তাই আগামী সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে ফ্যাসিবাদের দোসরদের প্রত্যাখ্যান করতে হবে। চট্টগ্রাম সিএন্ডএফ এসোসিয়েশনকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। ইতিমধ্যে সিএন্ডএফ এসোসিয়েশনের নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন না করে এক আওয়ামীলীগ নেতা পালিয়ে গেছে। আজকে চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধ। তাই সাধারণ ব্যবসায়ীদের স্বার্থে ব্যবসাবান্ধব সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন নিশ্চিত করতে হবে। তিনি রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর আগ্রাবাদ কপার চিমনি রেস্টুরেন্টে সিএন্ডএফ ব্যাবসায়ীদের সাথে চট্টগ্রাম বঞ্চিত ব্যবসায়ী ফোরামের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বিগত সরকারের দুর্নীতির কারণে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছিল। তাদের নানা অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিল্প খাত, বিশেষত উৎপাদনমুখী শিল্প কারখানা। বঞ্চিত ব্যবসায়ী ফোরামের দৃঢ় ভূমিকার কারণে চট্টগ্রাম চেম্বারকে আমরা কলঙ্ক মুক্ত করতে পেরেছি। চট্টগ্রামের সাধারণ ব্যবসায়ীদের জন্য বঞ্চিত ব্যবসায়ী ফোরাম অগ্রনি ভূমিকা পালন করবে। বঞ্চিত ব্যাবসায়ী ফোরামের আহবায়ক এস এম সাইফুল আলমের সভাপতিত্বে ও ফোরামের পরিচালক সিএন্ডএফ ব্যবসায়ী শওকত আলীর পরিচালনায় বক্তব্য রাখেন বঞ্চিত ব্যবসায়ী ফোরামের সদস্য সচিব শহিদুল ইসলাম চৌধুরী, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ঈমাম বিলু, নির্বাহী সদস্য আবু সালেহ, জামাল উদ্দিন বাবলু, সিএন্ডএফ ব্যবসায়ী জয়নাল আবেদীন জিয়া, রোকন উদ্দিন মাহমুদ, বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামের ছাত্র প্রতিনিধি মোজাহিদুল ইসলাম, ওমর ফারুক সাগর, সিএন্ডএফ ব্যবসায়ী এস এম ইসমাইল খান, আবু তাহের চৌধুরী, মোরশেদ আলম, শাহনেওয়াজ চৌধুরী রুমি, মো. আহসান, তাজুল ইসলাম প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।