সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

সীতাকুণ্ডের ঘটনা, আহত ২

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে মধ্যরাতে একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২ জন গুরুতর আহত হয়েছে। গত মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় অবস্থিত জে.এম. সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সিএনজি ফিলিং স্টেশনটিতে একটি কাভার্ডভ্যানে গ্যাস রিফিল করা হচ্ছিল। এ সময় গাড়ির গ্যাস সিলিন্ডার হঠাৎ করে বিস্ফোরিত হয়ে পুরো এলাকা কেঁপে উঠে। এ ঘটনায় সেখানে থাকা অপর ২টি কাভার্ডভ্যানসহ ফিলিং স্টেশনের মেশিন ও ক্যাশ কাউন্ডার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এতে ২ জন ব্যক্তি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন বলে জানা গেছে। এদিকে স্থানীয়রা বলেন, এ ঘটনাটি যদি দিনের বেলায় হতো, তাহলে ফিলিং স্টেশনের আশেপাশের অনেক মানুষ হয়তো আহত হতে পারতো। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন বলেন, জে.এম. সিএনজি ফিলিং স্টেশনে গাড়িতে গ্যাস রিফিল করার সময় হঠাৎ করে ওই গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত গাড়ি সরিয়ে উপস্থিত লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপিসি রোড ওয়াপদা মোড়ে ওভারব্রিজের দাবি
পরবর্তী নিবন্ধকক্সবাজারে শিশু ধর্ষণকারীকে পুলিশে দিল জনতা