সিএনজি ফিলিং স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম বিস্ফোরক পরিদপ্তরের আয়োজনে স্টেকহোল্ডারদের অবহিতকরণ ও জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠা ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা শীর্ষক মতবিনিময় সভা চট্টগ্রাম তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বিস্ফোরক পরিদপ্তর চট্টগ্রামের বিস্ফোরক পরিদর্শক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী বিস্ফোরক পরিদর্শক এসএম শাখাওয়াত হোসেন, সহকারী পরিদর্শক ওবায়দুল্লাহ। চট্টগ্রামে সিএনজি ফিলিং স্টেশনগুলোর পক্ষ থেকে বক্তব্য রাখেন বে বিউ ফিলিং স্টেশনের পরিচালক জহুরুল আলম চৌধুরী, হাজী অলি সিএনজি ফিলিং স্টেশনের মো. সেলিম, চিশতী ফিলিং স্টেশনের পরিচালক এ্যাডভোকেট ফরিদুল আলম, ফুয়েল প্লাসের তহিদুল ইসলাম, পতেঙ্গা ফিলিং স্টেশনের জাহিদ হাসান, স্পিড টেক ফিলিং স্টেশনের ফরহাদ ও সাংবাদিক মো. মহরম হোসাইন। মতবিনিময়ে চট্টগ্রামের ৪০টির অধিক সিএনজি ফিলিং স্টেশনের মালিক ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
বিস্ফোরক পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনা প্রতিরোধকল্পে সিএনজি ফিলিং স্টেশনের মেশিনারিজগুলো প্রত্যেকদিন ফিলিং স্টেশন চালু হওয়ার আগে চেক করা ও ফিলিং স্টেশনের ক্যাচকেটে রক্ষিত সিলিন্ডারগুলো টেস্ট করতে হবে। গাড়িতে গ্যাস সরবরাহের সময় যেন যাত্রী গাড়িতে না থাকে সে বিষয়ে নিশ্চিত করতে হবে। ফিলিং স্টেশনে দৃশ্যমান স্থানে গাড়িতে গ্যাস সরবরাহের সময় নামতে হবে মর্মে সাইনবোর্ড লাগাতে হবে। সিএনজি স্টেশনে গ্যাসের চাপ কম থাকলে দ্বিতীয়বার গাড়িতে গ্যাস সরবরাহ না করা এবং গাড়িতে সংযুক্ত সিলিন্ডার ব্যতীত অন্য কোন সিলিন্ডারে গ্যাস সরবরাহ না করার জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন বিস্ফোরক পরিদর্শক তোফাজ্জল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।