সিএনজি ট্যাক্সি স্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

ফাকা গুলি, দোকান ও গাড়িতে হামলা চান্দগাঁও থানার রাস্তার মাথা এলাকা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৭:৩১ পূর্বাহ্ণ

নগরের চান্দগাঁও থানার রাস্তার মাথা এলাকায় সিএনজি ট্যাক্সি স্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে মো. আরিফ (২৪) ও মো. রনি (২৩) নামে দুই সিএনজি চালক আহত হন। গতরাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে কয়েকজন প্রকাশ্যে ফাঁকা গুলি করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এতে আতঙ্কে পথচারীরা এদিকওদিকে ছুটাছুটি শুরু করেন। এ সময় সড়কের দুই পাশের কয়েকটি দোকান ও গাড়িতেও হামলা চালায় তারা। কয়েকজনকে পথচারীকেও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। অবশ্য পুলিশ এসে এলাকার নিয়ন্ত্রণ নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গেছে, জনৈক হোসাইন সিএনজি ট্যাক্সি লাইন নিয়ন্ত্রণ করে আসছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গত সোমবার রাতে তাকে সেখান থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে আরেক গ্রুপ। এ ঘটনার রেশ ধরে তার লোকজন গতকাল হামলা চালায়।

চান্দগাঁও থানার এসআই আব্দুল মুনাফ সাংবাদিকদের বলেন, গণপরিবহন থেকে চাঁদা আদায় নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি ও ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। আমরা দুই পক্ষকেই সরিয়ে দিয়েছি। সড়কে কাউকে কোনো অবস্থাতেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির সাংবাদিকদের বলেন, রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত। কাপ্তাই রাস্তার মাথা এলাকায় কোনো চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সিএনজি ট্যাক্সি লাইন নিয়ে চাঁদাবাজি চলে আসছিল।

পূর্ববর্তী নিবন্ধচিনি উৎপাদনে যেতে লাগবে ২ দিন : সাইফুল আলম মাসুদ
পরবর্তী নিবন্ধরমজানে টিসিবির প্রথম ধাপের পণ্য বিক্রি ১০ মার্চ থেকে