সিএনজি টেক্সি মালিক-চালকদের মাঝে সিএমপির উপহার বিতরণ

| সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ৯:০৬ পূর্বাহ্ণ

জনসাধারণের জানমালের নিরাপত্তায় ‘আমার গাড়ি নিরাপদ’ কার্যক্রমে নিবন্ধনকৃত সিএনজি অটোরিকশা মালিক-চালকদের হাতে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। গতকাল রোববার বিকেল ৩টায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় নগরীর জিইসি মোড়ে স্থাপিত বুথে তিনি এসব উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের মাঝে এ সংক্রান্তে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. জয়নুল আবেদীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মো. শাহাদাৎ হোসেন রাসেল, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. মমতাজ উদ্দিন, টিআই (প্রশাসন-উত্তর) মো. সেলিমুর রহমান, টিআই (পাঁচলাইশ) গাজী মো. শেখ আবদুল্লাহ, টিআই (প্রবর্ত্তক) মঞ্জুর হোসাইনসহ সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ সার্জেন্টগণ।
এসময় সিএমপি কমিশনার বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা ও নিরাপত্তা অনুভূতি ছড়িয়ে দেওয়া এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। বিভিন্ন সময় সাধারণ যাত্রীরা তাদের অনেক মুল্যবান সামগ্রী সিএনজি অটোরিকশাতে ফেলে আসেন। যাত্রীরা যদি নিউমেরিক আইডিটি অথবা কিউআর কোড স্ক্যান করে রাখেন পরবর্তীতে সহজেই সিএনজি চালিত অটোরিকশাটিকে খুঁজে পাওয়া সম্ভব। সিএনজি চালিত অটোরিকশার মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ সহজেই উদঘাটন ও নিয়ন্ত্রণ করা যাবে। একইসাথে সিএনজি মালিক তার গাড়ি যে কোন চালককে দেওয়ার আগেই সহজেই চালকের ভেরিফিকেশন কার্ড দেখে চালক সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। একজন সিএনজি চালক ভেরিফাইড থাকলে যাত্রী এবং গাড়ির মালিকের কাছে চালক সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলোর পথযাত্রী
পরবর্তী নিবন্ধকালীপুরে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ