সিএনজি টেক্সি চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:৩০ পূর্বাহ্ণ

নগরে সিএনজি টেক্সি চোর চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া একটি সিএনজি টেক্সি।

জানা যায়, গত ৭ জুন রাতে খুলশী থানাধীন কুসুমবাগ আাবসিক এলাকার বাসিন্দা রোমানা আক্তার একটি সিএনজি টেক্সি চুরির অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এতে চোর সিন্ডিকেটের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন মো. শামীম (৩৮), সাইফুল ইসলাম জাবেদ (৩০), রহিম মোল্লা (৪৮), কাদের মোল্লা (৫৫), নজরুল ইসলাম (৫২), মো. খোকন মিয়া (৪৮), রাসেল (২৫) ও হামবু মিয়া (৫৩)

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সন্তোষ চাকমা বলেন, গত ৭ জুন রাতে নগরীর গরীবুল্লাহ শাহ এলাকা থেকে চুরি হয়ে যাওয়া সিএনজির বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়। এরপর পুলিশ চোরচক্রকে গ্রেপ্তারে নামে। দীর্ঘ অভিযান শেষে প্রথমে সাইফুল ইসলাম জাবেদকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে সিএনজিটি চুরি করে বলে স্বীকার করে এবং সে আরো চুরি করা সিএনজির সন্ধান দেয়। তার দেয়া তথ্য অনুযায়ী সিএনজি চোর সিন্ডিকেটের অন্যান্য আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া সিএনজি ও আরও সাতজনকে আটক করে পুলিশ। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ নিয়ে সংসদে এমপিদের অভিযোগ
পরবর্তী নিবন্ধজায়েদ খান ডিস্টার্ব করেন, বললেন মৌসুমীর ছেলে