সিএনজি টেক্সিতে মহিলার নামে পুরুষ রোগী

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৪ জুলাই, ২০২১ at ৭:৫৬ পূর্বাহ্ণ

কঠোর লকডাউনের ৩য় দিনে হাটহাজারী বাস স্টেশনে কড়াকড়ি তল্লাশিকালে একটি সিএনজি টেক্সিতে করে রোগী নিয়ে যাচ্ছিলেন এক ভদ্রলোক। চেক পোস্টে উপজেলা প্রশাসন দায়িত্বরত ইউএনও যাত্রীদের জিজ্ঞেস করলেন কোথায় যাওয়া হচ্ছে। গাড়িতে থাকা যাত্রীর একজন জানালেন রোগী নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন রোগীর চিকিৎসার ব্যবস্থাপত্র দেখতে চাইলে দেখেন চিকিৎসাপত্রে রোগীর নাম লেখা আছে রমিজা খাতুন। কিন্তু গাড়িতে মহিলা কেউ নেই। নাম নিয়ে বিপাকে পড়লেন ইউএনও। প্রেসক্রিপশনটা আবার দেড় বছর আগের। পুরুষ রোগীর নাম রমিজা খাতুন দেখে তিনি জিজ্ঞেস করলেন পুরুষ রোগীর নাম রমিজা খাতুন কেন? রোগীর সাথে থাকা লোকটি বললেন পুরনো দিনে এই রকম নাম রাখা হত। বললেন, উনি আমার চাচা, চাচাই রোগী। ইউএনও বললেন, চাচার নাম কি রমিজা খাতুন?
তিনি বললেন, ‘জ্বি স্যার, আগের দিনের মানুষ ত তাই নাম নিয়ে এত মাথা ঘামাননি। এখনকার পোলাপানের ত নাম নিয়া বিরাট দিগদারি। আমার চাচা নাম নিয়া চিন্তিত না। এখন স্যার রাস্তা ছাড়েন জরুরি হাসপাতালে যেতে হবে।’
ইউএনও রাস্তা ছেড়ে দিলেন। এবিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানালেন, বয়স্ক মানুষ দেখে আর রিস্ক নিলাম না। বলা ত যায় না দেখা গেলো মুরুব্বির কিছু একটা ঘটে গেল, পরে তদন্ত করে দেখা গেল উনার নাম আসলেই রমিজা খাতুন। সাথে থাকা লোকটি নিজের নাম দবির উদ্দিন বলে জানালেন ইউএনওকে।

পূর্ববর্তী নিবন্ধসাবিনা মাহমুদ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় তিন ছিনতাইকারী গ্রেপ্তার