সিএনজি টেক্সিতে ভুলে রেখে যাওয়া ট্রলি ব্যাগ উদ্ধার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ জুন, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

এনজিও কর্মী মৃত্যুঞ্জয় বড়ুয়া (৪৬) গত ২২ জুন বিকাল চারটার দিকে বোন ও ভাগ্নে/ভাগ্নিদের নিয়ে চকবাজার গুলজার স্কুলের সামনে থেকে সিএনজি যোগে কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেসস্থ এস আলম বাস কাউন্টারে আসেন। বোন, ভাগ্নি/ভাগ্নেদের বাসে উঠিয়ে দেওয়ার পর বোনের মনে পড়ে লাগেজটি ভুলবশতঃ সিএনজি টেক্সিতে রেখে এসেছেন। ট্রলি ব্যাগে দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, নগদ ৪০ হাজার টাকা, দামী কাপড়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিলো। নিরুপায় হয়ে কোতোয়ালি থানায় উক্ত বিষয়ে একটি সাধারণ ডায়েরী করেন তিনি।

জিডির দায়িত্ব প্রাপ্তির পর এসআই মো. নোমান সঙ্গীয় ফোর্স সহ ট্রলি ব্যাগের সন্ধানে নামেন। ঘটনাস্থলসহ একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সিএনজি গাড়িটি সনাক্ত করেন। ‘আমার গাড়ি নিরাপদ’ ডাটাবেজের মাধ্যমে সিএনজির মালিক এবং ড্রাইভারের তথ্য সংগ্রহ করেন। পরবর্তীতে মৃত্যুঞ্জয় বড়ুয়ার স্বর্ণের চেইন, নগদ টাকা, দামী কাপড় ও গুরুত্বপূর্ণ মালামালের ট্রলিব্যাগটি উদ্ধার করেন এবং তাকে হস্তান্তর করেন।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ে শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পরবর্তী নিবন্ধবিএনপির জনসমর্থন ১০ শতাংশে নেমে এসেছে : কাদের