নগরীর বাকলিয়ায় সিএনজি টেক্সিকে বালিবাহী ডাম্পার ট্রাক ধাক্কায় তিনজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে বহদ্দারহাট-শাহআমানত সেতু সংযোগ সড়কের রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সকলেই টেক্সিচালক ও যাত্রী বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন- অটোরিকশা চালক মো. ওয়াহিদ (৫৫), মো. শরীফ (৬২) ও মো. মান্নান (৪০)। আহতরা হলেন- মো. শিপন (২৪), মো. রিয়াজ (৩৫), অজ্ঞাত (৬২)। এ ঘটনায় আহত অপর জনের নাম জানা যায়নি। তবে তিনি সামান্য আহত হয়েছেন এবং ঘটনায় হতাহতদের হাসপাতালে আনানেয়ায় সহযোগিতা করছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া। রাত পৌনে একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের নাম জানা গেলেও পরিচয় নিশ্চিত করা যায়নি। ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এএসআই শীলাব্রত বড়ুয়া দৈনিক আজাদীকে জানান, ‘বাকলিয়া এলাকায় একটি বালিবাহী ট্রাক একটি সিএনজি টেক্সিকে চাপা দেয়। এসময় চালক ওয়াহিদ ও যাত্রী মো. শরীফ ঘটনাস্থলে মারা যায়। হাসপাতালে আনার পর মারা যান মো. মান্নান।’ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, ‘আহত তিনজনের মধ্যে শিপনের অবস্থা গুরুতর। তাকে ২৬ নং ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্য দুইজনকে ২৭নং ও ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’
ঘটনাস্থলে যাওয়া বাকলিয়া থানার এসআই আমির হোসেন দৈনিক আজাদীকে বলেন, ‘যাত্রীবাহী সিএনজি টেক্সিকে পেছন থেকে বালিবাহী ডাম্পার ট্রাক ধাক্কা দিলে এটি ধুমড়েমুছড়ে যায়। এতে দুইজন ঘটনাস্থলে নিহত হয়। হাসপাতালে নেয়ার পর অন্য একজন মারা যায়। ঘটনার পরপরই ডাম্পারের চালক পলাতক রয়েছে। ট্রাকটি দুর্ঘটনাস্থলেই আছে।’