বাকলিয়া থানা পুলিশের তৎপরতায় ডা. দীপ্ত বিশ্বাস তাঁর বাগদত্তা ডা. স্নিগ্ধা চৌধুরীর হাতের আঙুলে পরিয়ে দিলেন সাধের ডায়মন্ড রিং। বাকলিয়া থানার ওসি আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বাকলিয়া জানান, বাকলিয়া কেবি আমান আলী রোডের পান্না ভবনের বাসিন্দা কাজল বিশ্বাসের ছেলে ডা. শুভ বিশ্বাসের আশির্বাদ অনুষ্ঠান ছিল গতকাল ২৯ সেপ্টেম্বর। গত ১৩ সেপ্টেম্বর তিনি বিয়ের জিনিসপত্র এবং এনগেজমেন্ট রিং নিয়ে সিএনজি টেক্সিযোগে বাসায় যান। ভাড়া দিয়ে নেমে পড়ার সময় ভুলবশত ডায়মন্ড রিং ও কিছু জিনিস গাড়িতেই রয়ে যায়। পরে ১৫ সেপ্টেম্বর তিনি বাকলিয়া থানা পুলিশের শরণাপন্ন হন। বাকলিয়া থানা পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করে সিএনজি টেক্সিটি শনাক্ত করে।
এদিকে সিএনজি চালক ফেলে আসা জিনিসপত্র সযতনে রেখে দেন ফেরত দেয়ার মানসিকতায়। পরে পুলিশ যোগাযোগ করলে সিএনজি চালক ডায়মন্ড রিংটিসহ অন্যান্য জিনিস কাজল বিশ্বাসের হাতে তুলে দেন। নির্দিষ্ট দিনেই ডা. শুভ বিশ্বাস ডায়মন্ড রিং পরিয়ে দেন তার প্রিয়তমার আঙুলে।











