বিয়ে বাড়ি থেকে সিএনজি আটোরিকশাযোগে ফেরার পথে চালকের পাশ থেকে পড়ে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে কঙবাজার সদরের কলাতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নেজাম উদ্দিন (২৬) লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাগান পাড়ার মৃত মোহাম্মদ ইউনুছের পুত্র। তিনি কঙবাজারে একটি মোবাইল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। নিহতের চাচাতো ভাই সলিম উল্লাহ জানান, ঘটনার রাতে সিএনজি অটোরিকশাযোগে কয়েকজন বন্ধু মিলে রামু উপজেলায় এক বিয়ে বাড়িতে যান নেজাম উদ্দিন। সেখান থেকে ফেরার পথে সিএনজি অটোরিকশার চালকের পাশে বসা থেকে অসাবধানতা বশত রাস্তায় পড়ে যান তিনি। এতে নেজাম উদ্দিনের মাথায় গুরতর আঘাত হয়। বন্ধুরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে তাকে মৃতু ঘোষণা করেন।
আইনী প্রক্রিয়া শেষে দুপুরে নিহত নেজাম উদ্দিনের মরদেহ তার বাড়িতে পৌঁছায়। স্থানীয় ইউপি সদস্য আল মোহতাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে নিহত নেজাম উদ্দিনের নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।