নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সিএনজিতে হারানো ব্যাগ ফিরে পেয়েছেন চট্টগ্রাম নগরীর চকবাজারের বাসিন্দা জান্নাতুল ফেরদৌস (৩৬)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ‘আই অব সিএমপি’র সিসিটিভি ফুটেজ ও ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপ ব্যবহার করে ব্যাগটি উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার বিকেলে জান্নাতুল ফেরদৌসের হাতে ব্যাগটি ফিরিয়ে দেয় কোতোয়ালী থানা পুলিশ। এই ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর জানান, নগরীর চন্দনপুরা এলাকার বাসিন্দা জান্নাতুল ফেরদৌস গত ১৩ মে সকাল পৌনে ১০টায় স্বামী সন্তানকে সঙ্গে নিয়ে গুলজার স্কুলের সামনে থেকে সিএনজি করে সিনেমা প্যালেস যান। এ সময় তিনি ভুলে গাড়িতে ব্যাগটি রেখে ভাড়া দিয়ে নেমে এস আলম বাস কাউন্টারে যান। এ সময় তিনি সিএনজিতে ব্যাগ ফেলে যাওয়ার বিষয়টি টের পেয়ে দ্রুত ঐ এলাকায় গিয়ে দেখতে পান সিএনজিটি চলে গেছে।
তিনি জানান, ওই ব্যাগটিতে কাপড় ছাড়াও নগদ ২০ হাজার টাকা ও একটি স্বর্ণের ব্রেসলেট ছিল। বিষয়টি তিনি কোতোয়ালী থানায় জানালে ওই নারীর দেওয়া তথ্যমতে, পুলিশ চন্দনপুরা ও সিনেমা প্যালেস এলাকার বেশ কয়েকটি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে।
পুলিশের ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপের সাহায্যে সিএনজির মালিক ও চালককে খুঁজে বের করে ব্যাগটি উদ্ধার করা হয়। গতকাল উদ্ধার স্বর্ণালংকারসহ হারানো ব্যাগটি জান্নাতুল ফেরদৌসের হাতে হস্তান্তর করে কোতোয়ালী থানা পুলিশ।












