‘আইস অব সিএমপি’ এবং ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপস ব্যবহার করে জার্মান প্রবাসীর ল্যাপটপ উদ্ধার করলো কোতোয়ালি থানা পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি কোতোয়ালি জানান, জার্মান প্রবাসী মো. সাইফুল্লাহ (২৬) এক মাসের ছুটিতে গত ৩০ সেপ্টেম্বর দেশে আসেন। গত ১২ অক্টোবর সিএনজি টেক্সি যোগে পশ্চিম মাদারবাড়ি হতে পাঁচলাইশ থানাধীন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে রোগী দেখতে যাওয়ার পথে এনায়েত বাজার শাহী জামে মসজিদের সামনে সিএনজিতে ল্যাপটপ রেখে নেমে পানির বোতল নেওয়ার পর পেছনে ফিরে দেখেন সিএনজিটি নেই। দীর্ঘক্ষণ আশেপাশে খোঁজাখুঁজি করার পরও ল্যাপটপ না পেয়ে ওই প্রবাসী কোতোয়ালি থানায় অভিযোগ করেন। প্রবাসীর অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালি থানা পুলিশ আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সিএনজির নম্বর শনাক্ত করেন এবং ‘আমার গাড়ি নিরাপদ’ এ্যাপস ব্যবহার করে তথ্য সংগ্রহ করে ল্যাপটপ উদ্ধার করে তার কাছে গতকাল বৃহস্পতিবার ফিরিয়ে দেন।












