সিএনজিতে বাড়ি যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার চট্টগ্রামের গৃহবধূ

চালক আটক

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ৭:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভাতিজি ও নিজ কন্যাকে সঙ্গে নিয়ে বাড়িতে বেড়াতে যাওয়ার পথে স্বর্ণালংকার ছিনতাইয়ের শিকার হয়েছেন ফয়জুন্নেসা (৩৫) নামের এক গৃহবধূ। এ ঘটনায় সিএনজি অটোরিকশাসহ এক চালককে আটক করেছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত অপর এক ছিনতাইকারী পালিয়ে গেছে।

আটক ব্যক্তির নাম মো. সরওয়ার হোসেন (৪০)। তিনি চন্দনাইশ উপজেলার ৮নং হাশিমপুর ইউনিয়নের উত্তর হাশিমপুর ১নং ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকার বাসিন্দা। তার পিতার নাম জফর মিয়া। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফয়জুন্নেসা তার ভাতিজি নুসরাত জাহান মিম (৭) এবং নিজ কন্যা নুরে জান্নাত ইভা (১০)-কে নিয়ে বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে কর্ণফুলী উপজেলার দৌলতপুর থেকে একটি সিএনজি অটোরিকশায় ওঠেন। পথিমধ্যে চালক ও তার সহযোগী কৌশলে ভয়ভীতি প্রদর্শন করে ফয়জুন্নেসার সঙ্গে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

একই সময় তার মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করা হলেও সেটি নিতে ব্যর্থ হয় ছিনতাইকারীরা।

ঘটনার সময় আনোয়ারা থানার এক কর্মকর্তা ব্যক্তিগত কাজে বাড়ি ফেরার পথে বিষয়টি দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করলে সিএনজিটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে সার্কেল অফিসের সামনে থেকে নাম্বারবিহীন সিএনজি অটোরিকশাসহ চালক মো. সরওয়ার হোসেনকে আটক করা হয়। তবে তার সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

ভুক্তভোগী ফয়জুন্নেসা বিলপুর এলাকার মহিলা মেম্বার বাড়ির বাসিন্দা। তিনি ঘটনার বর্ণনায় বলেন, “আমি আমার ভাতিজি ও মেয়েকে নিয়ে ফুফুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম। হঠাৎ এমনভাবে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনা আমাদের জন্য খুবই ভয়াবহ ছিল। শিশুরা ভয়ে চিৎকার করছিল। আমরা এখনো আতঙ্কে আছি।”

ভুক্তভোগী দুই শিশুর মধ্যে নুসরাত জাহান মিম কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকার আব্দুল আজিজের সন্তান এবং নুরে জান্নাত ইভা বিলপুর এলাকার ফয়জুন্নেসার কন্যা।

এ বিষয়ে আনোয়ারা থানা পুলিশ জানায়, আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। একই সঙ্গে ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘এক ব্যক্তিকে সিএনজিসহ আটক করা হয়েছে এবং স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে শিশু নিখোঁজের ৩৫ ঘন্টা পর পুকুর থেকে মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধী মেধাবী রানার পাশে চট্টগ্রামের ডিসি