সিএনজিতে ফেলে যাওয়া ল্যাপটপ ও ব্যাগ ফিরে পেলেন যাত্রী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপস ব্যবহার করে এক দিন আগে সিএনজিতে ভুলক্রমে ফেলে যাওয়া ল্যাপটপ ও অফিসের প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যাগ উদ্ধার করে যাত্রীর হাতে তুলে দিয়েছে সিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগ। গতকাল ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পশ্চিম বিপ্লব কুমার পাল যাত্রী আলমগীর মাহমুদ চৌধুরীর হাতে হারানো ব্যাগটি তুলে দেওয়া হয়েছে বলে আজাদীকে নিশ্চিত করেন।
টিআই বিপ্লব কুমার পাল জানান, আলমগীর মাহমুদ চৌধুরী নামে একজন যাত্রী গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে সিএনজি টেঙি থেকে নামার সময় ভুলবশত ল্যাপটপ ও ব্যাগ রেখে নেমে যান।
পরে তিনি ওইদিনই ডবলমুরিং থানায় হারানো জিডি করেন। টিআই বিপ্লব আরও জানান, ওই যাত্রী তার এক বন্ধুর পরামর্শে ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের কথা জানতে পেরে ট্রাফিক-পশ্চিম বিভাগ আগ্রাবাদ অফিসে এসে উক্ত ঘটনার বর্ণনা করেন। পরে ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের সহায়তায় আমরা জানতে পারি ওই যাত্রী চট্ট মেট্রো-থ-১২-৮২৯৮- এই সিএনজি টেক্সিতে চেপে গন্তব্যে গিয়েছিলেন।
যোগযোগ করা হলে টেক্সির চালক মো. সফি উল্লাহ যাত্রীর ব্যাগ পাওয়ার কথা স্বীকার করে সেটি গাড়ির মালিক মো. সিরাজুল ইসলামের হেফাজতে রেখেছেন বলে জানান। পরে মালিক ও চালক দুইজনই আগ্রাবাদ ট্রাফিক-পশ্চিম অফিসে এসে যাত্রী আলমগীর মাহমুদ চৌধুরীর হারিয়ে যাওয়া ব্যাগসহ মালামাল বুঝিয়ে দেন। এ ব্যাপারে ডিসি (ট্রাফিক-পশ্চিম) মোঃ তারেক আহম্মেদ যাত্রীদের গাড়িতে ওঠার সময় গাড়ির রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করে রাখার এবং গাড়ির মালিক ও চালকদের নিজের গাড়ি নিরাপদ রাখার লক্ষ্যে ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসে রেজিস্ট্রেশন করার অনুরোধ জানান।

পূর্ববর্তী নিবন্ধবাড়ির উঠান থেকে নিখোঁজ দুই বছরের শিশু
পরবর্তী নিবন্ধঘাসফুলের প্রতিষ্ঠাতা পরাণ রহমান স্মরণে দোয়া মাহফিল