সিএনজিতে ঘুরে বেড়ায় ওরা সুযোগ বুঝে গ্রিল কেটে চুরি

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২০ at ৪:১২ পূর্বাহ্ণ

তারা সিএনজি টেক্সিতে ঘুরে বেড়ায়, আর সুযোগ বুঝে গ্রিল কেটে চুরি করে ঘরে বা অফিসে। গ্রিল কাটার সরঞ্জাম তাদের বহনকৃত টেক্সিতেই থাকে। গত সোমবার এ ধরনের চুরিতে জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন চোরাই মালসহ নগদ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দ করা হয় চোরাই কাজে ব্যবহৃত ১টি রেঞ্চ, লোহার গ্রিল কাটার ছেনি ও ১টি সিএনজি। গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর জেলার মৃত আব্দুর রশিদের পুত্র মো. শরীফ (৩৮), ব্রাক্ষণবাড়িয়া জেলার মৃত ধনু মিয়ার ছেলে মো. মিজান (৩৬) ও একই জেলার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন (২৮)। এদের মধ্যে শরীফ চান্দগাঁও এলাকায় এবং মিজান ও আলাউদ্দিন নগরীর হালিশহর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান আজাদীকে বলেন, গত ২২ সেপ্টেম্বর ভোরে উত্তর খুলশীর ১নং রোডে বিপার্টনার প্রাইভেট লিমিটেড নামে একটি অফিসে চুরির ঘটনা ঘটে। চোরেরা অফিসের গ্রিল কেটে দুটি মোবাইল ও একটি ল্যাপটপ নিয়ে যায়। এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ দেখে শরীফকে শনাক্ত করা হয়। পরে খুলশী থানাধীন তুলাতুলি এলাকা থেকে গ্রেপ্তার হন শরীফ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মিজান ও আলাউদ্দিনকে। এছাড়াও গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হয়ে যাওয়া মোবাইলল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধজুমে ধান কাটার উৎসব
পরবর্তী নিবন্ধনকল ও অনুমোদনহীন বিপুল ওষুধ জব্দ