সিএনজিকে কাভার্ডভ্যানের ধাক্কা, জেলে নিহত

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ২ জুলাই, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

চন্দনাইশে দ্রুতগতির কার্ভাড ভ্যানের ধাক্কায় ১ সিএনজি আরোহী নিহত ও অপর ৪ আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার গাছবাড়িয়া পায়রা মার্কেটস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানায় নিয়ে আসে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চন্দনাইশের হাছনদন্ডি জলদাশপাড়া থেকে একদল জেলে গত বুধবার রাত ১১টার দিকে সিএনজি যোগে মাছ ধরতে পটিয়া উপজেলার খরনা এলাকার একটি মৎস্য প্রজেক্টে যায়। রাতভর মাছ ধরার পর বৃহস্পতিবার ভোরে তারা একই সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। ভোর ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইটস্থ পায়রা মার্কেট এলাকায় বিপরীত দিকে থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী সিএনজিটিকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে সড়কের পাশে পানিভর্তি বিলে পড়ে যায়। এসময় সিএনজিতে থাকা ৫ আরোহীর মধ্যে ৪ আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। আহতরা হলো চন্দনাইশের হাছনদন্ডি জলদাশপাড়ার
অরুন জলদাশ (২৫), বিকাশ জলদাশ (৪৫), সুজন জলদাশ (৩০) ও খোকন জলদাশ (২৫)।
এদিকে একই সিএনজিতে থাকা সাতকানিয়া উপজেলার ধর্মপুর বিশ্বহাট জলদাশপাড়ার সজীব জলদাশের পুত্র প্রিয়ন জলদাশকে (২৭) পাওয়া না যাওয়ায় তার বাড়ি, চন্দনাইশ হাসপাতাল এবং বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ করা হয়। কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে তার আত্মীয়-স্বজন ও স্থানীয়রা দুর্ঘটনা কবলিত স্থান বিলের পানিতে নেমে খুঁজে তার নিথর দেহ উদ্ধার করে। তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে বিকাশ জলদাশকে প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের এসআই জাহাঙ্গীর আলম জানান, কার্ভাডভ্যানটি সড়কের রং সাইডে গিয়ে সিএনজিকে ধাক্কা দিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজি আরোহী। ঘাতক কার্ভাড ভ্যানের চালক ও হেলপারকে পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ২৮ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধ‘ইপিজেড টু আগ্রাবাদ ২০ টাকা’