সিএনএ’র অভিন্ন প্রতিবেদনের বিষয়ে চসিকের সাবেক প্রশাসক সুজনের বক্তব্য

| বৃহস্পতিবার , ৪ নভেম্বর, ২০২১ at ৫:৪০ পূর্বাহ্ণ

‘গাছ কেটে ফুটপাতে ৬৬ দোকান’ নিয়ে গতকাল (৩ নভেম্বর) প্রকাশিত সিএনএ’র অভিন্ন প্রতিবেদনের কিছু অংশের বিষয়ে বক্তব্য দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজন। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ বক্তব্য উপস্থাপন করেন।
তিনি বলেন, গাছ কেটে ফুটপাতে ৬৬ দোকান নিয়ে অভিন্ন সিএনএ (চট্টগ্রাম নিউজ পেপার অ্যালায়েন্সের) প্রতিবেদনটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে টেক্সটাইল, শেরশাহ ও তারাগেট এলাকায় ফুটপাতে যেসব দোকান বরাদ্দ দেয়া হয়েছে, তা সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন দিয়ে গেছেন। বক্তব্যটি সত্য নয়। দায়িত্বপূর্ণ পদে থেকে কারো বিরুদ্ধে অসত্য তথ্য উপস্থাপন করা শোভন নয়। আমার মেয়াদকালীন সময়ে ওই এলাকায় কোন দোকান বরাদ্দ দেওয়া হয়নি। ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি চসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর ফুটপাত দিয়ে জনগণের হাঁটাচলার অধিকার প্রতিষ্ঠার কাজে নেমে পড়ি। ফুটপাতে হকারদের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ এবং অবৈধ দখলমুক্ত করতে প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালাই। টেঙটাইল, শেরশাহ ও তারাগেট এলাকা থেকে প্রতিদিন নগরবাসীর অভিযোগ আসতে শুরু করে। তাছাড়া ফুটপাত বেদখল থাকার কারণে রাস্তা ও ড্রেন সংস্কার করা যাচ্ছে না মর্মে সিটি কর্পোরেশনের প্রকৌশলীগণ আমাকে অবহিত করেন। ওই এলাকার ফুটপাতগুলো দখলমুক্ত করে রাস্তা ও ড্রেন সংস্কার এবং এলাকাবাসীর নির্বিঘ্নে হাঁটাচলার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সাঁড়াশি উচ্ছেদ অভিযান পরিচালনা করি। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনে আমার দায়িত্ব হস্তান্তরের পরেই বর্ণিত জায়গা চিহ্নিতকরণ, সেলামী নির্ধারণ এবং ভাড়া নির্ধারণ করা হয়। আমার মেয়াদকালে অনুমোদন দেওয়ার বিষয়টি বাস্তবিক অর্থে প্রকৃত সত্যটি আড়াল করা হচ্ছে। আমি মনে করি না জনগণের হাঁটা চলার ফুটপাত বরাদ্দ কিংবা ভাড়া দিয়ে সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধি করা সম্ভব। এ শহরের ভৌগলিক অবস্থানকে ব্যবহার করে যারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন তাদের কাছ থেকে উপযুক্ত সার্ভিস চার্জ আদায় করেই কর্পোরেশনকে সাবলম্বী করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীকে হত্যার সাতদিনের মাথায় ছুরিকাহত স্বামীর মৃত্যু
পরবর্তী নিবন্ধপিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেনি আদালত, পুনঃতদন্তের নির্দেশ