মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া ভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন-এর জনপ্রিয় টক শো ‘ল্যারি কিং লাইভ’-এর উপস্থাপক ল্যারি কিং আর নেই।
খ্যাতনামা এই টিভি ব্যক্তিত্ব ৮৭ বছর বয়সে আজ শনিবার (২৩ জানুয়ারি) মারা যাওয়ার আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
সিএনএন জানিয়েছে, ল্যারি কিংয়ের ফেসবুক পাতায় তার মৃত্যুর খবর জানানো হয়।
একটানা ২৫ বছর সিএনএনে ‘ল্যারি কিং লাইভ’ টক শোটি চালিয়ে এসেছিলেন ল্যারি কিং। আর এর মধ্যদিয়ে ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন তিনি।
৬৩ বছরের পেশাগত জীবনে রেডিও, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে তিনি নিয়েছিলেন হাজার হাজার সাক্ষাৎকার।
‘সেলেব্রিটি’দের নিয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে ল্যারি কিং নিজেই ‘সেলেব্রিটি’ হয়ে ওঠেন।