সিএনএনের চাকরি গেল ক্রিস কুমোর ভাইকে অনৈতিক সহায়তা

| সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

যৌন হয়রানির একাধিক অভিযোগের বিরুদ্ধে লড়াইয়ে নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে ‘অনৈতিক’ সহায়তা দেওয়ায় সিএনএন থেকে চাকরি গেল তার ভাই ক্রিস কুমোর। বড় ভাইকে রক্ষায় ক্রিসের ভূমিকার ‘আরও তথ্য পাওয়ার’ পর তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়, বলেছে সিএনএন। খবর বিডিনিউজের। এ সিদ্ধান্তে হতাশ ৫১ বছর বয়সী অ্যাঙ্কর কুমো বলেছেন, সিএনএনে আমার সময় এভাবে শেষ হোক, তা চাইনি। ২০১৩ সালে কাজ শুরুর পর ক্রিস ধীরে ধীরে সিএনএনের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছিলেন, তিনি গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর, বিশ্লেষণসহ সংবাদমাধ্যমটির যাবতীয় আয়োজনেও নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন বলে জানিয়েছে বিবিসি। সেসময় তারা বলেছিল, ক্রিসের চাকরির আগে পরিবারকে প্রাধান্য দেওয়ার প্রয়োজনীয়তা বোঝে তারা এবং সেজন্য তার প্রশংসাও করে। তবে ভাইকে তিনি যে পরামর্শ দিয়েছিলেন তা সাংবাদিকতার নৈতিকতাবিরোধী। নিউ ইয়র্কের কৌঁসুলিদের তদন্ত প্রতিবেদনে গভর্নরের বিরুদ্ধে ১১ নারী কর্মীকে যৌন হয়রানির বিষয়টি উঠে এলে অগাস্টে অ্যান্ড্রু কুমো পদত্যাগ করেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬৩.৩২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধতুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে হত্যার চেষ্টা