প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবনী ‘কমিউনিটি ক্লিনিক’ জাতিসংঘ কর্তৃক মডেল ও ‘দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দেয়ায় আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন।
এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস সংলগ্ন লয়েল রোডস্থ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সামনে থেকে সিএইচসিপিদের পক্ষ থেকে আনন্দ র্যালি বের করা হয়।
র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় নিয়োজিত কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিগণ দীর্ঘ ১২ বছর ধরে নিরন্তর সেবা দানের কারণে আন্তর্জাতিক ভাবে সফলতা অর্জন করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। র্যালি শেষে সকাল ১১টায় র্যালি চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ নঈম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ ইসমাইল খান।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ–পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডাঃ মোহাম্মদ নুরুল হায়দায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিএইচসিপি এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জরিপ হোসেন আপন।
অনুষ্ঠান সফল করায় চট্টগ্রাম বিভাগের সকল জেলার নেতৃবৃন্দসহ সকলের প্রতি সিএইচসিপি এসোসিয়েশন কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।