সিউলে বার্সেলোনার গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

প্রাকমৌসুমের এশিয়ান সফরে বার্সেলোনা বিধ্বস্ত করলো দক্ষিণ কোরিয়ান ক্লাবকে এফসি সিউলকে। বৃহস্পতিবার লামিনে ইয়ামাল ও বদলি নামা ফেরান তোরেসের জোড়া গোলে উৎসব করেছে লা লিগা চ্যাম্পিয়নরা। সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে তারা জিতেছে ৭৩ গোলে। ইয়ামাল, রাফিনহা ও রবার্ট লেভানডোভস্কিকে এদিন শুরুর একাদশে রাখেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। লেভানডোভস্কি ও ইয়ামালের শটে ২০ তে পিছিয়ে পড়ার পর স্বাগতিকরা দুই গোল শোধ দেয়। ইয়াং উক চো ও ইয়াজান আলআরাবের গোলে সমতা ফেরায় সিউল। তবে ইয়ামাল হাফটাইমের আগে স্কোর ৩২ করেন। ফ্রেঙ্কি ডি ইয়াংয়ের পাস থেকে বঙের মধ্যে বল নিয়ন্ত্রণে নিয়ে ফাঁকা জায়গা বের করে বাঁ পায়ের শটে বার্সাকে লিড এনে দেন তিনি। বিরতিতে বার্সা ১১টি পরিবর্তন আনে। মার্কাস র‌্যাশফোর্ড বেঞ্চ থেকে মাঠে নামেন। ম্যানইউ থেকে বার্সেলোনায় ধারে খেলতে এসে এই ইংলিশ ফরোয়ার্ড প্রথম গোলের খুব কাছে ছিলেন। কিন্তু দুইবার তাকে ফিরিয়ে দেন স্বাগতিক কিপার। বদলি নেমে আন্দ্রেস ক্রিস্টেনসেন, তোরেস ও ভারপ্রাপ্ত অধিনায়ক গাভি জালের দেখা পান। ৮৬ মিনিটে সিউল আবার গোল করে। বদলি নামা হানমিন জুং জাল খুঁজে পান। তবে শেষ বাঁশি বাজার আগে তোরেস তার দ্বিতীয় গোল করেন। প্রাকমৌসুমের প্রথম ম্যাচে বার্সা ৩১ গোলে হারায় ভিসেল কোবেকে। ৪ আগস্ট দক্ষিণ কোরিয়ার দায়েগু এফসির বিপক্ষে ম্যাচ খেলে শেষ হবে এই সফর।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপ ৭ আগষ্ট শুরু
পরবর্তী নিবন্ধশেষের নাটকীয়তায় মেসিদের রুদ্ধশ্বাস জয়