চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আজ চট্টগ্রাম আসছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সকালে এসে তিনি সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। এসময় উপস্থিত থাকবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর, আইডিইএ’র প্রকল্প পরিচালক ব্রি. জে. আবুল কাসেম মো. ফজলুল কাদের, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান, চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আতাউর রহমানসহ শীর্ষ কর্মকর্তারা।