সিইপিজেডে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৬:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি জুতা কারখানায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে গতকালও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। এতে ইপিজেড এলাকায় দীর্ঘ যানজট দেখা দেয়। গতকাল সকাল ১০টার দিকে সিইপিজেডের প্রবেশপথের মোড়ে শতাধিক শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। জানা গেছে, বিক্ষোভকারীরা সিইপিজডের ৪ নম্বর রোডের ৩ নম্বর সেক্টরের ‘এঙেলসিয়র সুজ’ নামে একটি কারখানার শ্রমিক। সমপ্রতি প্রতিষ্ঠানটির ৪০ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়। এ নিয়ে ঈদুল ফিতরের ছুটি শেষে খোলার প্রথমদিন থেকেই কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। গত শনিবার কারখানায় বিক্ষোভ করেন চাকরিচ্যুত শ্রমিকরা। গত রোববার কারখানায় একদফা হামলার ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক আহত হন। এসব ঘটনার পর গতকাল সোমবার সকালে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। তারা ইপিজেড মোড়সহ আশপাশের এলাকায় সড়কের উভয়পাশে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, যারা তাদের প্রতিনিধি হিসেবে কর্তৃপক্ষের সঙ্গে দাবিদাওয়া নিয়ে কথা বলতেন তাদেরকেই ছাঁটাই করা হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদ জানাতে তারা ৩ দিন ধরে বিক্ষোভ করছেন। কিন্তু মালিকপক্ষ সাড়া দিচ্ছে না।

চট্টগ্রাম শিল্প পুলিশ সুপার মোহাম্মদ সোলায়মান বলেন, কারখানার নিয়ম না মানায় যাদের ছাঁটাই করা হয়, তাদের বেতনও দিয়ে দেওয়া হয়েছে। এরপরও শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফ উপকূলে ভেসে এলো দুটি মৃত কচ্ছপ
পরবর্তী নিবন্ধব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ