সিইপিজেডে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

| শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৭:০৬ পূর্বাহ্ণ

বন্দরনগরী চট্টগ্রামের সিইপিজেড ও কেইপিজেড এলাকার জুট ব্যবসা এখনও রয়েছে আওয়ামী স্বৈরাচারের দোসরদের নিয়ন্ত্রণেএমন অভিযোগ তুলে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। রবিবার (৬ অক্টোবর) সকালে সিইপিজেড বেপজা ভবনের সম্মুখ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের পর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন এলেও ইপিজেড ও কেইপিজেডের জুট ব্যবসায় এখনো প্রভাব বিস্তার করছে সাবেক আওয়ামী ঘরানার ব্যবসায়ীরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নগর বিএনপি সদস্য ও বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হানিফ সওদাগর। ৩৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আজম সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ এবং প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সেলিম। বক্তব্য রাখেন মো: সালাউদ্দিন, মাহাবুবুল আলম বাচ্চু, হাজ্বী মো: হোসেন, মো: তাজ উদ্দিন, মো: আবু বক্কর বাবুল, মো: মহিউদ্দিন, মো: কামরুজ্জামান, আলী আজম, শাহনেওয়াজ, হারুন মেম্বার, আলী আহসান, আনোয়ার হোসেন জুনু, মো: জুবাইয়ের, জাবেদ কায়ছার, মো: ইলিয়াস, মো: সালাউদ্দিন, আবদুর নুর মিটু, মাহবুব আলম, রিয়াজ উদ্দিন রাজু, সাইদুর রহমান, নিজাম উদ্দিন ও রহিম বাদশা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছনুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা লেয়াকত আলী
পরবর্তী নিবন্ধদীঘিনালার শালবন বিহারে কঠিন চীবর দান