বেতন–ভাতা নিয়ে অসন্তোষের জেরে নগরীর ইপিজেড থানাধীন চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় আশেপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। সিইপিজেড সূত্রে জানা গেছে, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ কর্তৃপক্ষের (বেপজা) নির্ধারিত নতুন কাঠামো অনুযায়ী একজন শ্রমিকের ন্যূনতম বেতন ১২ হাজার ৮০০ টাকা। সে অনুযায়ী অনেক গার্মেন্টসে নতুন শ্রমিকদের বেতন ৪ হাজার ৫০০ টাকা বাড়ানো হয়। এতে দেখা দেয় বিপত্তি। নতুন শ্রমিকদের যে পরিমাণ বেতন বেড়েছে, ৪–৫ বছর ধরে চাকরি করা শ্রমিকদের বেতন সেই পরিমাণ বাড়েনি। এ নিয়ে পুরনো শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কারণ নতুন শ্রমিকের বেতন ন্যূনতম ১২ হাজার ৮০০ টাকা নিশ্চিত করার ফলে নতুন শ্রমিকের সাথে পুরনো শ্রমিকের বেতন কাছাকাছি হয়ে যায়। তাই গতকাল সকালে ইপিজেডের দেশীয় প্রতিষ্ঠান এনএইচটি ফ্যাশন্স, ভারতের মালিকানাধীন জে জে মিলস ও কোরিয়ার মেরিমো নামে তিনটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।
চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবাহান আজাদীকে বলেন, বেতন নিয়ে শ্রমিকদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। সকালে কিছু শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ করেছে। তবে মালিকপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে তারা কাজে যোগদান করে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসাইন বলেন, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেছে। শিল্প পুলিশ ও আমরা মিলে শ্রমিকদের সরিয়ে দিয়েছি।