সিইপিজেডে পাটের গুদামে আগুন

আজাদী প্রতিবেদন | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:১৫ পূর্বাহ্ণ

নগরীর সিইপিজেড এলাকায় একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৩০৪টি পাটের বেল পুড়ে গেছে। সিইপিজেডের ৭ নম্বর সেক্টরে কিউএনএস কন্টেনার সার্ভিসেস লি. নামের একটি প্রতিষ্ঠানের সেমিপাকা টিন শেডের গুদামে গতকাল শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেল পৌনে ৬টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ইপিজেড স্টেশনের তিনটি গাড়ি গিয়ে আগুন নির্বাপনের চেষ্টা চালান কর্মীরা। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান সিইপিজেড স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচিত প্রতিনিধিদের জনগণের আস্থার প্রতিদান দিতে হবে
পরবর্তী নিবন্ধএকুশের চেতনায় দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান টিআইবির