সিইপিজেডে দুই পোশাক কারখানা শ্রমিকের সড়ক অবরোধ

ঈদ বোনাসের দাবি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৬:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) জেএমএস গ্রুপের দুটি কারখানার শ্রমিকেরা ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ইপিজেড মোড়ে মডেস্টি (বাংলাদেশ) লিমিটেড ও জেএমএস গার্মেন্টসের প্রায় পাঁচ শতাধিক শ্রমিক বিক্ষোভ করলে আশপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়। আন্দোলনের এক পর্যায়ে মালিকপক্ষ আগামী ১৬ এপ্রিল শ্রমিকদের বোনাস দেওয়ার আশ্বাস দিলেও শ্রমিকরা তা মানতে রাজি নন। তবে ইপিজেড কর্তৃপক্ষ শ্রমিকদের আশ্বস্ত করেন১৬ এপ্রিলের মধ্যে মালিকপক্ষ বকেয়া পরিশোধ না করলে কারখানা নিলামে বিক্রি করে পাওনা বুঝিয়ে দেয়া হবে। এ ঘোষণার পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

শিল্প পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ সোলাইমান বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করার পরপরই সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। বোনাস পরিশোধের জন্য ১৬ এপ্রিল পর্যন্ত মালিকপক্ষ সময় চাইলেও শ্রমিকরা সেটা মানছে না। পরে শ্রমিকদের সামনেই মালিকপক্ষ যত দ্রুত সম্ভব ঈদ বোনাস পরিশোধের আশ্বাস দিলে তারা সড়ক ছাড়েন।

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবাহান বলেন, মালিকপক্ষ ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের সমস্ত বকেয়া পরিশোধ করার আশ্বাস দিয়েছেন। আর তারা পরিশোধ না করলে আমরা কারখানা নিলাম প্রক্রিয়া শুরু করবো বলে মালিকপক্ষকে জানিয়ে দিয়েছি। তবে আশা করি তার আর প্রয়োজন হবে না। আমাদের মালিকপক্ষ জানিয়েছেআগামীকাল (আজ) শ্রমিকের বোনাস এবং কিছু স্টাফের বেতন দেয়ার প্রস্তুতি নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের পামির কোলার লিটার বিক্রি হল ২২১ টাকায়
পরবর্তী নিবন্ধঅতি গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে হাসনাত সারজিস