সিইপিজেডে ছাঁটাইকৃত শ্রমিকদের কারখানায় প্রবেশে বাধা, আহত ১০

| রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৮:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনে (সিইপিজেড) দুটি কারখানার ছাঁটাইকৃত শ্রমিকদের কারখানায় প্রবেশে বাধা দেওয়ার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (৬ এপ্রিল) সিইপিজেডের এক্সেল শিওর সুজ ও জে ডাব্লিউ অ্যাপারেলস কারখানায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শ্রমিক বাবুল (৩২), আব্দুল হাকিম (৬০), বিপ্লব (২৫), সাইমুল ইসলাম (২৩), কামরুর হাসান (৪০), শাকিল (৩৫) ও মামুন অর রশিদ (৩২)। বাকিদের পরিচয় জানা সম্ভব হয়নি।

জানা গেছে, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল শনিবার সকাল থেকে বিক্ষোভ করছিল শ্রমিকরা। আজ রবিবার সকালে শ্রমিকরা এসে কারখানার গেট বন্ধ পেয়ে আবারো বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা গেট কারখানায় প্রবেশ করতে চাইলে বাধা দিলে কতৃপক্ষ ও শ্রমিকদের সংঘর্ষ হয়।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) ভর্তি করা হয় বলে জানা গেছে।

শ্রমিকরা জানিয়েছে, কোনো কারণ ছাড়াই তাদের ছাঁটাই করা হয়েছে। কোম্পানির নিয়ম নীতির বাইরে গিয়ে তারা কোনো কাজ করে নাই। শ্রমিকরা চাকরি ফেরত চায়।

এ ব্যাপারে চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, ছাঁটাইকৃত শ্রমিকরা জোরপূর্বক কারখানায় প্রবেশ করতে চাইলে দ্বন্দ্ব লাগে। এতে ৬-৭ জন আহত হয়েছে। তবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। কারখানায় বিদেশি লোকজন আসায় তাদের নিরাপত্তার কাজে আমরা ব্যস্ত ছিলাম। আহতদের পরিচয় সংগ্রহ করতে পারলে আপনাদের জানাব।

কি কারণে শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন কারখানার কিছু নিদিষ্ট রুলস থাকে। তারা হয়তো কোম্পানির নিয়ম বহির্গত কাজ করেছে তাই তাদের ছাঁটাই করেছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় রক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টায় পুড়েছে আট একর বনভূমি
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু